লুকা জিদান হেঁটে চলেছেন বাবার দেখানো পথে। বাবা ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। তবে তার ছেলে খেলবেন আলজেরিয়ার জার্সি গায়ে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকও পেয়েছেন এরই মধ্যে।
ফ্রান্সের বিশ্বকাপের সোনালি ট্রফির খরা কাটে যার হাত ধরে, তিনি আর কেউ নন- জিনেদিন জিদান। ফরাসি ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার বলা হয়ে থাকে তাকে। আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও তিনি ফরাসি নাগরিক। জিদানের বাবা ইসমাইল ও মা মালিকা ছিলেন আলজেরিয়ান।